বগুড়ার ধুনটে একসঙ্গে তিন সন্তান প্রসব

বগুড়ার ধুনটে একসঙ্গে তিন সন্তান প্রসব

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় একসঙ্গে দুই মেয়ে ও এক ছেলে সন্তান জন্ম দিয়েছেন আখি খাতুন (২২) নামের এক গৃহবধূ। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আখি খাতুনের সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও তিন সন্তানই সুস্থ আছেন। আখি খাতুন উপজেলার এলাঙ্গী গ্রামের সুজন মিয়ার স্ত্রী। এই কৃষক দম্পতির সাত বছরের একটি মেয়ে রয়েছে। হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আখি খাতুন। শারীরিক জটিলতার কারণে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অবশেষে সিজারিয়ানের মাধ্যমে একসঙ্গে ফুটফুটে তিন শিশুর জন্ম হয়। রোগীর স্বজনরা বলেন, আমরা কল্পনাও করিনি তিনটা সন্তান হবে। একে একে যখন ডাক্তার-নার্সরা দুই মেয়ে ও একটি ছেলেকে আমাদের কোলে তুলে দিলেন, তখন আমাদের চোখে পানি চলে আসে। আমাদের জীবনে এর চেয়ে বড় খুশির দিন আর হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন সুস্থ ও ভালো থাকে।

হাসপাতালের চিকিৎসক ডা. সাখাওয়াত হোসেন জানান, আখি খাতুন হাসপাতালে আসার পরই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। সিজারের মাধ্যমে সফলভাবে সন্তানদের জন্ম দেওয়া চিকিৎসকদের জন্যও একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে আল্লাহর রহমতে সবকিছু সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146920