‘শেখ হাসিনাকে হস্তান্তর করবে না ভারত’
জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়ের পর প্রশ্ন উঠেছে, ভারত তাকে বাংলাদেশে ফেরত দেবে কি না।
জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজ বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত আল জাজিরাকে বলেন, “ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না।”
তিনি উল্লেখ করেন, গত দেড় বছরে ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো অবস্থানে নেই এবং প্রায়শই ভঙ্গুর হয়েছে।
শ্রীরাধা দত্ত আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা মনে করেন, ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ করে পরিচালিত হয়েছে। তবে, জনগণের আশা ছিল, হাসিনার বিরুদ্ধে কঠোর বিচার হবে।
অধ্যাপক বলেন, “নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে প্রধানমন্ত্রী যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন, তার প্রমাণ আছে।”
রায়ের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল জানিয়েছে, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। মামলার দুই নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনেরও অপরাধ প্রমাণিত হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146912