সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল

সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল

স্পোর্টস ডেস্কঃ  দলকে বিপদ থেকে উদ্ধার করা সেঞ্চুরির পথে নিজেও বিপাকে পড়ে গেছেন ড্যারিল মিচেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ইনিংসের পথেই কুঁচকিতে টান পড়েছে নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের। সিরিজের বাকিটায় তার খেলা নিয়ে শঙ্কা আছে প্রবল।

মিচেলকে নিয়ে অনিশ্চয়তায় দ্বিতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন হেনরি নিকোলস। প্রথম ওয়ানডেতে রবিবার (১৬ নভেম্বর) ক্রাইস্টচার্চে ১১৮ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন মিচেল। তাকে না পাওয়া নিউজিল্যান্ডের জন্য হবে প্রবল এক ধাক্কা। দলের ব্যাটিং লাইন আপের বড় ভরসা ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়ানডে ক্রিকেটে স্রেফ ৫৬ ম্যাচেই ৭ সেঞ্চুরি ১১ ফিফটি করে ফেলেছেন তিনি। ব্যাটিং গড় ৫৩.১৩, স্ট্রাইক রেট ৯৩.৮৫।

দলে ফেরা নিকোলস ওয়ানডে খেলেছেন ৮১টি। দল থেকে বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে আছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার। একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফির চলতি আসরে পাঁচ ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি দুটি।

মিচেল খেলতে না পারলে একাদশে জায়গার জন্য নিকোলসকে লড়তে হবে অবশ্য মার্ক চ্যাপম্যানের সঙ্গে। আগে থেকেই স্কোয়াডে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এই বছর চারটি ওয়ানডে খেলে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন তিনি।

সবশেষ ওয়ানডেতেই পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ১১১ বলে ১৩২ রানের ইনিংস। কিন্তু দলীয় সমন্বয়ের কারণে একাদশে নিয়মিত জায়গা হচ্ছে না ৩১ বছর বয়সী ক্রিকেটারের। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার নেপিয়ারে, শেষটি শনিবার হ্যামিল্টনে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146908