ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের মুখে হাসি ফুটবে না : শহীদদের স্বজনরা
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হয়েছে। তবে ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শহীদ পরিবারগুলোর মুখে হাসি ফুটবে না বলে জানিয়েছেন তারা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় রায় পরবর্তী প্রতিক্রিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলো এমন কথা জানান।
মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, খুনি এবং স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনায় সাময়িক খুশি হলেও আমরা সন্তুষ্ট নই। শহীদ পরিবারগুলোর মুখে তখনই হাসি ফুটবে যখন আমরা শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের ফাঁসিতে ঝুলতে দেখব।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146878