টিএসসিতে শেখ হাসিনার রায় দেখতে ভিড়

টিএসসিতে শেখ হাসিনার রায় দেখতে ভিড়

ঢাবি প্রতিনিধি: গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার বিচারের প্রথম রায় সরাসরি প্রদর্শনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায়

টিএসসির পায়রা চত্বরে রায় সম্প্রচারের ব্যবস্থা করা হলে তা দেখতে শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের ভিড় দেখা যায়। ডাকসুর ভিপি সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘খুনি হাসিনার প্রথম রায় সরাসরি সম্প্রচার: খুনি হাসিনা বনাম বাংলাদেশ।’

রায় দেখতে টিএসসিতে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান বলেন, ‘আমরা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সংবাদ শোনার জন্য অধীর অপেক্ষায় আছি। জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা নির্বিচারে আমাদের হাজারও ভাইকে হত্যা করেছে। সেই হত্যার বিচারের রায় শোনার অপেক্ষায় গণতন্ত্রকামী মানুষ।’

আরেক দর্শনার্থী সৌরভ কান্তি বলেন, যারা দিল্লিতে চলে গেছে, তাদের আর ঢাকা পাওয়া যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগের আর জায়গা হবে না। আজ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরতরে বিলীন হয়ে যাবে।’ রায় প্রদর্শন উপলক্ষে টিএসসি এলাকায় উপস্থিত মানুষের ভিড়ে উৎসুক পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানস্থলজুড়ে ছিল আলোচনা, মন্তব্য ও রায়ের অপেক্ষায় টানটান উত্তেজনা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146844