শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : সাবেক এমপি লালু

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : সাবেক এমপি লালু

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের সরকার শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। আর বিএনপি সরকার যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবারই শিক্ষার মান উন্নয়নে কাজ করেছে।

আশা করছি আপনারা আগামী দিনে গাবতলী এলাকার এমপি প্রার্থী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে বিপুল সংখ্যক ভোট দিবেন। আজ রোববার (১৬ নভেম্বর) বগুড়ার গাবতলী দূর্গাহাটা ভান্ডারা পনিরপাড়া আলানুর দাখিল মাদরাসার উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সচেতনতা শীর্ষক আলোচনা ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

মাদরাসার সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, কৃষিবিদ ড. মাহমুদুল হাসান সুজা, দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক রেজাউল করিম, দূর্গাহাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, মাদরাসার (ভারপ্রাপ্ত) সুপার আব্দুল মজিদ, সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ হারুন, মাদরাসার সহকারী মৌলভী আবু তাহের, অভিভাবক ফকির মাহমুদ, আবুল কাসেম সরকার প্রমুখ।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাকামে মাহমুদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আতোয়ার রহমান, আফছার আলী মিজু, খোরশেদ আলম জুয়েল, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, নুরুল্লাহ আকন্দ, হামিদুল হক শিলু, মোস্তফা কামাল কনক, নাছির উদ্দিন বুলবুল, আব্দুল্লাহ আল মাহমুদ রব্বানী, আরিফুর রহমান মজনু, সুজন আল মামুন, আব্দুল লতিফ, আনোয়ার হোসেন প্রমুখ। শেষে প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146813