বগুড়া শহরের রোমেনা আফাজ সড়কে ফুডকার্টে আগুন, আতঙ্কে স্থানীয়রা
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কোর্ট হাউস ট্রিট ও রোমেনা আফাজ সড়ক এখন ফুডকার্টে পরিনত হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর অর্ধশতাধিক ভ্যানে চলছে রমরমা ফাস্ট ফুডের ব্যবসা। শহর ও শহরতলীর সাধারণ ভোজনরসিক ও শিক্ষার্থীরা অল্প খরচায় ফাস্ট ফুডের স্বাদ নিতে আসে এই সড়কে। ভোজনরসিক ও শিক্ষার্থীদের রসনা তৃপ্তি দিলেও তাদের নিরাপত্তার কথা ভাবা হয়নি কখনো। আর একারণে প্রায়শ: আগুন লাগার মত দুর্ঘটনা ঘটছে।
এ অবস্থায় আজ রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় একটি ফুডকার্টের গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে। আগুন লাগার পর পথচারী এবং খেতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা এদিক-ওদিক ছোটা ছুটি করে। পরে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের সরঞ্জাম ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোমেনা আফাজ সড়ক ছাড়াও শহরের জেলখানা মোড় থেকে ইয়াকুবিয়া স্কুল মোড় পর্যন্ত আরও অর্ধশতাধিক ভ্রাম্যমাণ খাবারের দোকান বসছে। এতে করে বিকেল হতেই সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ওই দোকানগুলোকে কেন্দ্র করে বখাটেদের উৎপাত বেড়েই চলেছে।
আগুন লাগার পর পরই স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশ থেকে অনিরাপদভাবে পরিচালিত ফুডকার্ট গুলো সরিয়ে দেওয়ার দাবি জানান। তারা বলেন, কাছেই জেলা জজ আদালত এবং বহু শপিং মল রয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে। তারা এই সড়ক থেকে সব ধরনের হকার উচ্ছেদসহ ফুডকার্ট সরিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের প্রতি আহবান জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146812