রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৫৩ জন

রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৫৩ জন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুন:নিরীক্ষণের ফলাফল আজ রোববার (১৬ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ফেল থেকে পাস করেছে ৫৩ জন শিক্ষার্থী। এছাড়াও ২১১ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। অন্য গ্রেড থেকে পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্র সূত্রে জানা গেছে, চলতি বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে মোট ২৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী ৮২ হাজার ২২৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। উল্লেখিত সংখ্যক আবেদনের মধ্য থেকে ২১১ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।

জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। এছাড়াও ১৯ জন জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়নি। অন্য গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। ফেল থেকে পাস করেছে ৫৩ জন। এছাড়াও ৯৭ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম বলেছেন, ২০২৫ সালের পুন:নিরীক্ষার ফলাফলে ৫৩ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। এছাড়াও ২১১ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146800