দাঁড়িয়ে প্রসাব করার ব্যপারে ইসলাম কী বলে?

দাঁড়িয়ে প্রসাব করার ব্যপারে ইসলাম কী বলে?

পথেঘাটে, অফিসে কিংবা বাড়িতেও পুরুষের মধ্যে অনেককেই দাঁড়িয়ে প্রসাব করতে দেখা যায়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি ইসলামি চিন্তাবিদরাও এই অভ্যাসের বিষয়ে সতর্ক করেছেন। বিভিন্ন গবেষণা অনুযায়ী, দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে মূত্রথলির মধ্যে জমে থাকা দূষিত পদার্থগুলো নিচের দিকে চলে আসে। ফলে সেসব ক্ষতিকর পদার্থ শরীর থেকে পুরোপুরি বের হতে পারে না। এভাবে দিনের পর দিন এই দূষিত পদার্থ জমতে থাকলে তা শরীরের স্থায়ী ক্ষতি করতে পারে।

অন্যদিকে, বসে প্রস্রাব করার কারণে মূত্রথলিতে চাপ সৃষ্টি হয়। এর ফলে শরীরের এসব দূষিত পদার্থ সহজেই সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারে। ইসলামের দৃষ্টিতে, স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে প্রসাব করা মাকরূহ বা অপছন্দনীয়।

হাদিস শরিফে এসেছে—

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, "যে ব্যক্তি তোমাদের বলে যে, রাসুল (সা.) দাঁড়িয়ে প্রসাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস করবে না। কেননা তিনি বসেই প্রসাব করতেন।" (নাসাঈ, হাদিস : ২৯)

তবে একান্ত অসুবিধায় পড়লে দাঁড়িয়ে প্রসাব করা জায়েজ আছে। সেক্ষেত্রে দুটি বিষয়ে সতর্ক থাকতে হবে:

১. প্রসাবের ছিটা যেন শরীরে বা কাপড়ে না লাগে।

২. নির্লজ্জতা ও লজ্জাস্থান যেন প্রকাশ না পায়। (ফাতাওয়া হিন্দিয়া)

অন্য এক হাদিসে হজরত হুযাইফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) একবার একটি আস্তাকুঁড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে প্রসাব করেছিলেন। (বুখারি, মুসলিম)। তবে এটি বিশেষ কোনো কারণে করা হয়েছিল বলে মনে করা হয়। ধর্মীয় ও স্বাস্থ্যগত উভয় দৃষ্টিকোণ থেকেই পুরুষের দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত থাকা উচিত।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146798