বগুড়ার শাজাহানপুরে আ’লীগ নেতা আলম গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সন্ত্রাসবিরোধি আইনের মামলায় বগুড়ার শাজাহানপুরে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা শামসুল আলমকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি বগুড়া পৌর আওয়ামী লীগের ১৩নং ওয়ার্ড কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং গন্ডগ্রাম কলেরপাড় এলাকার আবুল হোসেন প্রমাণিকের ছেলে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার গন্ডগ্রাম এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শামসুল আলমকে গ্রেফতার করা হয় এবং গতকাল রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আগের দায়ের করা অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146793