রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী
রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. রায়হান (২১) নামে এক মুরগি ব্যবসায়ী সর্বস্ব খুইয়েছেন।
আজ রোববার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ভুক্তভোগীর পাকস্থলী ওয়াসসহ মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন তাকে।
ভুক্তভোগী রায়হান ওয়ারীর ৭ নম্বর বিসিসি রোড ঠাটারীবাজার এলাকার স্থায়ী বাসিন্দা বজলুর রহমানের ছেলে।
অচেতন ব্যক্তির চাচা সুজন হাওলাদার বলেন, ‘আমার ভাতিজা ঠাটারিবাজারে আমার সঙ্গে মুরগির ব্যবসা করত। আজ বিকেলের দিকে পাওনা টাকা আনার জন্য সে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় গিয়েছিল। এ সময় আমার ভাতিজার পিপাসা লাগলে ফুটপাত থেকে একটি ডাব কেনে। ডাব খাওয়ার পরই সে অচেতন হয়ে কিছুটা সামনে একটি মুরগির দোকানের পাশে পড়ে যায়।
সুজন হালদার আরও বলেন, ‘মুরগি ব্যবসায়ীরা বিষয়টি আমাদের ফোনে জানায়। আমাদের ধারণা প্রতারক চক্র ডাবের মধ্যে নেশা জাতীয় কিছু মিশিয়ে আমার ভাতিজাকে খাইয়ে অচেতন করে তার কাছে থাকা নগদ ৪৭ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ভাতিজাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ বিকেলের দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তার পাকস্থলী ওয়াস দিয়ে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। তিনি সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে– কী পরিমাণ টাকাপয়সা তার কাছ থেকে খোয়া গেছে। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনি অজ্ঞান পার্টির প্রতারক চক্রের কবলে পড়েছিল। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146786