কালজয়ী গান নিয়ে কোক স্টুডিও বাংলায় রুনা লায়লা 

কালজয়ী গান নিয়ে কোক স্টুডিও বাংলায় রুনা লায়লা 

বিনোদন ডেস্ক : সিজন-৩ শুরু থেকেই চমকের পর চমক উপহার দিচ্ছে কোক স্টুডিও বাংলা। এরই মধ্যে প্রকাশিত সাতটি গান শ্রোতা-দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই প্ল্যাটফর্মে যুক্ত হলেন সংগীতের জীবন্ত কিংবদন্তী রুনা লায়লা-যা ভক্তদের জন্য নিঃসন্দেহে সবচেয়ে বড় চমক। উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার চিরকালীন জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’ নতুন সংগীতায়োজনে হাজির হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলায়। আজ রোববার গানটি প্রকাশ পাবে কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

রোববার (১৬ নভেম্বর) কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে রুনা লায়লার একটি ছবি প্রকাশ করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে উচ্ছ্বাসে ভেসেছেন ভক্তরা- ‘এটা মহাকাব্যিক হতে চলেছে!’ ‘অবশেষে কিংবদন্তি আসছেন, যার জন্য এতদিন অপেক্ষা করেছি।’

আগামী ১৭ নভেম্বর ৭৩ বছরে পা রাখবেন রুনা লায়লা। জন্মদিনের ঠিক আগমুহূর্তে শ্রোতাদের জন্য তার এই সংগীত উপহারকে ভক্তরা বলছেন বড় চমক। গত বছরের এপ্রিলে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের যাত্রা শুরু হয়। সর্বশেষ ২৪ অক্টোবর প্রকাশিত হয় ‘ক্যাফে’ শিরোনামের গান-যেখানে অংশ নেন ‘আভাস’ ব্যান্ডের ভোকাল তানযীর তুহীন, মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে গৌরব চট্টোপাধ্যায় এবং ব্রাজিলের শিল্পী লিভিয়া মাতোস।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146747