ফেনীতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন

ফেনীতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন

মফস্বল ডেস্ক : ফেনী শহরের মুক্ত বাজারে শহিদদের স্মরণে নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ রোববার (১৬ নভেম্বর) ভোরে আগুন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। 

ফেনীর এ ক্যাটাগরি আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহিদদের অসম্মান করতে এভাবেই আগুন দেওয়া হয়। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ চাইলে এসব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে আমরা বুঝতে পারবো কখন কারা কীভাবে লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146723