গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্টোল বোমা হামলা

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্টোল বোমা হামলা

মফস্বল ডেস্ক : গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় মধ্যরাতে দুটি পেট্টোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির এরিয়া ম্যানেজার। শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে এ  পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। 

ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিনের কাজ শেষে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া ২টার দিকে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় তাদের। ঘুম থেকে জেগে তিনি আতঙ্কিত হয়ে উঠে বসেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বাইরে যান। এসময় মূল ফটকে আগুন দেখতে পান। পেট্রোল বোমা নিক্ষেপের এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এ হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146720