ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র হাতে আটক ৩

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র হাতে আটক ৩

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ডাবরী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বাড়ি ফিরার পথে বিজিবি’র হাতে আটক হয় তিন বাংলাদেশি। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ৫০বিজিবি’র ডাবরী সীমান্তের ৩৯৬/২ এস পিলার এলাকার শূন্য লাইন থেকে ৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে গেরুয়াডাঙ্গী নামক স্থানে।

আটককৃতরা হলো- গেরুয়াডাঙ্গী গ্রামের আতাউর রহমানের ছেলে মনোয়ার হোসেন(২৩), বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই গাছিবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে দুলাল(১৮) ও একই উপজেলা কালিতলা গ্রামের ইউসুফ আলীর ছেলে রানা(১৯)।

জানা যায়, এরা গত নয় মাস পূর্বে কোন বৈধ কাগজ পত্র ছাড়াই অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, বিজিবির লিখিত এজাহার পেয়ে থানায় তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা রজু করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146696