চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে দু’জনের ভাসমান মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নদীতে ভাসমান এক কিশোর এবং জেলার গোমস্তাপুর উপজেলা থেকে এক বৃদ্ধসহ দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে ও শিবগঞ্জ ফ্রিডম স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র রাফি আল শাহাদাৎ নাইম (১৬) এবং গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা ব্রাহ্মণগ্রাম এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে সমীর আলী (৭০)।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা ১টার দিকে সদরের রানীহাটী ইউনিয়নের কোঠালিপাড়া গ্রামে পাগলা নদীর ওপর নির্মিত সেতুর কাছে থেকে পাগলা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হয় নাইমের মরদেহ। গত বৃহস্পতিবার সকালে বাবার ওপর অভিমান করে বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হয় নাইম।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, নৌ পুলিশের সহযোগিতায় নাইমের মরদেহ উদ্ধার করে অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। অপরদিকে গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন সমীর। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে সকাল সাড়ে ৮টার দিকে মারা যান।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জেনারুল ইসলাম বলেন, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে সমীর অভাব অনটন এবং রোগ ভোগান্তি থেকে মুক্তি পেতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146671