শেবাগকে ছাড়িয়ে ছক্কার নতুন রেকর্ড পন্তের

শেবাগকে ছাড়িয়ে ছক্কার নতুন রেকর্ড পন্তের

স্পোর্টস ডেস্কঃ ঋষভ পন্ত টেস্ট ক্যারিয়ারে যোগ করলেন বড় মাইলফলক। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে ভারতের টেস্ট ইতিহাসে সর্বাধিক ছক্কার রেকর্ড নিজের দখলে নিয়েছেন তিনি।

পন্ত ইনিংস শুরু করেছিলেন বীরেন্দ্র শেবাগের সঙ্গে সমান ৯০ ছক্কায়। কেশভ মহারাজকে সামনে বেরিয়ে মিড-অফের ওপর দিয়ে দারুণ ছক্কা হাঁকিয়ে তিনি রেকর্ডটি নিজের নামে লেখান। পরের বলেই এক রান নিয়ে ছক্কার সংখ্যা দাঁড়ায় ৯, তাতে ভারতের সর্বকালের তালিকার শীর্ষে উঠে যান তিনি। পন্তের ঠিক পেছনে শেবাগ (৯০), রোহিত শর্মা (৮৮), রবীন্দ্র জাদেজা (৮০) ও এমএস ধোনি (৭৮)।

পন্তের রেকর্ড গড়ার দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের জবাব দিতে গিয়ে ৩০ রানের লিড পেয়েছে ভারত। তাদের ইনিংস থেমেছে ১৮৯ রানে। পন্ত ছক্কার রেকর্ড গড়লেও ২৪ বলে ২৭ রান করে আউট হয়েছেন। এছাড়া অধিনায়ক শুভমান গিল চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন। পরে আর মাঠে ফেরেননি তিনি।

এর আগে প্রথম দিনটা ছিল ভারতের বোলারদের নিয়ন্ত্রণে। জসপ্রিত বুমরাহ তার দুর্দান্ত সিম-বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৫৫ ওভারে ১৫৯ রানে গুটিয়ে দেন। বুমরাহর বোলিং ফিগার ৫/২৭; টেস্টে এটি তার ১৬তম পাঁচ উইকেট।

কাগিসো রাবাদার পাঁজরের চোটে শেষ মুহূর্তে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকেও দুর্বল করে তোলে। এইডেন মার্করাম ও রায়ান রিকেলটনের ৫৭ রানের জুটি ভাঙেন বুমরাহই, চা-বিরতির পর টানা আঘাতে। এরপর কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ দুজন করে উইকেট নিয়ে প্রোটিয়াদের চাপে রাখেন।

জবাবে ভারত শুরুটা ভালো করলেও ১২ রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। তবে কেএল রাহুল ও ওয়াশিংটন সুন্দর দিনের আলো ক্ষীণ হওয়া পর্যন্ত নির্বিঘ্নে খেলেছেন। ১২২ রানে পিছিয়ে দিন শেষ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে ভারতের হাতে ছিল। 

সেখান থেকে আজ ৪ উইকেটে ১৩৮ রান তুলেছিল তারা। কিন্তু পরের ৫১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146654