১৬ বছর পর রাজস্থান রয়্যালসে যোগ দিলেন জাদেজা
স্পোর্টস ডেস্কঃ চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজার অদলবদলের বিষয়টি শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। ক্রিকবাজ এক প্রতিবেদনে জানায়, রাজস্থান পাচ্ছে জাদেজা ও ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম কারানকে। আর স্যামসন যাচ্ছেন চেন্নাইয়ে।
শনিবার ১৫ নভেম্বর আইপিএলের রিটেনশন ঘোষণার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এই অদলবদল নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। কারণ চেন্নাই ধীরে ধীরে এমএস ধোনির পরের সময় নিয়ে ভাবছে। স্যামসন ২০২১ সাল থেকে রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বছর দলকে ফাইনালে তুলেছিলেন। অন্যদিকে জাদেজা ২০১২ সাল থেকে চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি তিনবার আইপিএল জিতেছেন দলের হয়ে।
জাদেজা তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৮ সালে রাজস্থানের হয়ে খেলে। সে বছর আইপিএলে ১৪ ম্যাচে তিনি করেছিলেন ১৩৫ রান। রাজস্থানের প্রথম আইপিএল জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। তৎকালীন অধিনায়ক শেন ওয়ার্ন তাকে পরবর্তী মহাতারকা হিসেবে আখ্যা দিয়েছিলেন। ২০০৯ সালের পর রাজস্থানের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়। সেই রাজস্থানের সঙ্গে ১৬ বছর পর আবার পথ মিলে গেল জাদেজার।
তবে এই অদলবদল চুক্তি সহজ ছিল না মোটেও। চুক্তির মাঝ পথে সমস্যা হয়েছিল। কারানকে জায়গা করে দেওয়ার জন্য রাজস্থানের বিদেশি স্লট খালি ছিল না। তবে এখন বিসিসিআই এই বদলকে অনুমতি দিয়েছে।
ক্রিকবাজ জানায়, অনেকে মনে করছেন রাজস্থান এই অদলবদলে বেশি লাভ পেয়েছে। কারণ তারা পাচ্ছে জাদেজা ও কারানকে। জাদেজা ও স্যামসনের পারিশ্রমিক সমান হলেও কারান আসছেন মাত্র ২.৪ কোটি রুপিতে। এক ফ্র্যাঞ্চাইজি সিইও বলেছেন যে চেন্নাই এত সহজে জাদেজার মতো তারকা খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, এটা খুবই বিস্ময়কর।
তিনি প্রশ্ন তোলেন যে ধোনির অবসরের পর চেন্নাই ফ্র্যাঞ্চাইজির পোস্টারবয় হিসেবে কে থাকবে। তিনি বলেন, ‘এটা খুবই অবাক করার মতো যে একজন খেলোয়াড়, যিনি সিএসকে’র হয়ে তারকা পারফরমার ছিলেন, তাকে এত সহজে ছেড়ে দেওয়া হলো। এমএস ধোনি অবসরের মুখে। তাহলে সিএসকে’র মুখ কে হবে? এমএসের পর সবসময় জাদেজাকেই ধরা হচ্ছিল। এমএস না থাকলে দলের প্রতিনিধি মুখটি কে হবে?’
চেন্নাই দলে বড় পরিবর্তনের ইঙ্গিতও মিলছে। ডেভন কনওয়ে জানিয়েছেন যে তিনি দল থেকে বাদ পড়েছেন। এছাড়া দীপক হুডা, রাহুল ত্রিপাঠী ও জেমি ওভারটনকেও রিটেনশনের আগে ছেড়ে দেওয়ার খবর শোনা যাচ্ছে।