সন্তানের মা-বাবা হলেন পত্রলেখা-রাজকুমার

সন্তানের মা-বাবা হলেন পত্রলেখা-রাজকুমার

বিনোদন ডেস্কঃ বলিউড তারকা দম্পতি রাজকুমার রাও-পত্রলেখার ঘরে এসেছে কন্যাসন্তান। আজ চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই প্রথম সন্তানের বাবা-মা হলেন এ দেস্ক

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৫ নভেম্বর) চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই প্রথম সন্তানের আগমনে আনন্দের ঢেউ এলো রাজকুমার রাও-পত্রলেখার সংসারে।

স্যোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই সুখবর শেয়ার করেন অভিনেতা-অভিনেত্রী দুজনেই।

তারা জানিয়েছেন, ‘আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন’।

এরপর একটি কার্ডের মাধ্যমে কন্যা সন্তান জন্মের সুখবর দিয়ে লেখেন, ‘আনন্দের চোটে যেন চাঁদে পৌঁছে গিয়েছি! ঈশ্বর আমাদের কোলে কন্যাসন্তান পাঠিয়েছেন। আমরা খুব খুশি’।

 

এদিকে রাজকুমার ও পত্রলেখার ঘোষণার পর থেকেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছা জানান। 

পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতা বরুণ ধাওয়ান শুভেচ্ছা জানিয়ে লেখেন, ক্লাবে তোমাদের স্বাগত। নেহা ধূপিয়া লেখেন, তোমাদের জন্য অনেক ভালোবাসা, স্বাগত জানাই প্যারেন্টহুডে। আলি ফজল মন্তব্য করেন, তোমাদের জন্য দারুণ খুশি। ভরপুর ভালোবাসা রইল। কমেডিয়ান ভারতী সিংও শুভেচ্ছা জানিয়ে লেখেন, অভিনন্দন, সামনে সুন্দর এক যাত্রা অপেক্ষা করছে।

২০২১ সালের ১৫ নভেম্বর ভালোবেসে গাঁটছড়া বাঁধেন রাজকুমার-পত্রলেখা।

বিয়ের পর একাধিকবার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে পত্রলেখার। তবে বিয়ের তিন বছর পর চলতি বছরের জুলাইয়ে তিনি ঘোষণা দেন তাদের সংসারে নতুন অতিথি আসছে। বর্তমানে অভিনেত্রী ও তার সন্তান দুজনেই সুস্থ আছেন।  

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146625