বিশ্বকাপের আরও কাছে জার্মানি
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে জার্মানির জয়রথ চলছেই। এবার তারা হারাল লুক্সেমবার্গকে। গ্রুপের সবচেয়ে দুর্বল ও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লুক্সেমবার্গের বিপক্ষে জার্মানদের জয়টা অবশ্য কম ব্যবধানে, ২-০ গোলে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জার্মানির হয়ে গোল দুটি করেন নিক ভোল্টেমেড।
ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় বইয়ে দেয় জার্মানরা। তাতে ৪৯ মিনিটে প্রথম জালের দেখা পান ভোল্টেমেড। এর ২০ মিনিট পর আরেক গোল করে দলের জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। এই জয়ের পরও বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষা করতে হচ্ছে জার্মানদের। স্লোভাকিয়ার বিপক্ষে পরাজয় দিয়ে বাছাই শুরু করা জার্মানরা শেষ ম্যাচে তাদেরই মুখোমুখি হচ্ছে। ম্যাচটি জিতলে বা ড্র করলেই ২০২৬ বিশ্বকাপের মঞ্চে রাখবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
‘এ’ গ্রুপে পাঁচ ম্যাচে ৪ জয়ে জার্মানির ঝুলিতে ১২ পয়েন্ট। সমান ম্যাচে স্লোভাকিয়াও ৪ জয়ে পেয়েছে ১২ পয়েন্ট।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146600