নিরপেক্ষ থাকুন, অন্যায়কারীর পালানোর পথ থাকবে না : গোলাম পরওয়ার

নিরপেক্ষ থাকুন, অন্যায়কারীর পালানোর পথ থাকবে না : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিরপেক্ষ থাকুন, স্বচ্ছ নির্বাচন দিন, সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করুন। অন্যায়কারীর পালানোর পথ থাকবে না। 

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে শোভাযাত্রা শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শোভাযাত্রা শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার অভিযোগ করেন, এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, নিরপেক্ষ থাকুন, স্বচ্ছ নির্বাচন দিন, সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করুন। সতর্ক করে তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক পক্ষপাতমূলক কাজে জড়িত বহু পুলিশ কর্মকর্তা পরে আইনি জবাবদিহির মুখে পড়েছেন। অন্যায় করলে কারও পালানোর পথ খোলা থাকবে না।

পথসভায় পরওয়ার বলেন, মানুষ পরিবর্তন চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারছি। জনগণ শান্তির বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। নতুন প্রজন্মের মধ্য থেকেই পরিবর্তনের ধারা শুরু হয়েছে। যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন নিচ্ছে, তাদের উদ্দেশ্য সৎ নয়; তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146589