নির্বাচনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান নুরের
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জাতীয় নির্বাচনের আগে সরকার যেন শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ করে তা প্রত্যাশা করেছেন। তিনি শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজিত প্রতিনিধি সমাবেশে এ আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। নুরুল হক নুর বলেন, নবম পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে, সরকারের শেষ সময় চলছে। নির্বাচনের আগে বেতন কাঠামোর যৌক্তিক সমাধান দেওয়া জরুরি।
তিনি উল্লেখ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থার উন্নয়ন ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। বেতন বৈষম্য দূর করা প্রয়োজন; কেউ পাচ্ছে ৮ হাজার, কেউ ৭০ হাজার- এ ধরনের বৈষম্য চলতে পারে না।
সমাবেশে দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, ৩০ নভেম্বরের মধ্যে পে-কমিশনের রিপোর্ট না পেলে ১ ডিসেম্বর থেকে আন্দোলনে নামা হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146535