বগুড়ার দুপচাঁচিয়ায় অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে এক ব্যাক্তির আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে এক ব্যাক্তির আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার কাথহালী মধ্যপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে মেহেদী হাসান মঞ্জু (৩৮) নামে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের কাথহালী মধ্যপাড়া গ্রামের মৃত আবু মুসার ছেলে মেহেদী হাসান মঞ্জু  ঘটনার দিন রাত ৯টায় খাওয়া দাওয়া শেষে তার শয়ন কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। তার স্ত্রী কামরুনাহার টপি কিছুক্ষন পর শয়ন কক্ষের সামনে গিয়ে দরজা লাগানো দেখে তাকে ডাকাডাকি করতে থাকে।

কোনো সাড়া শব্দ না পাওয়ায় চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। রাত সাড়ে ৯টায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে লাইলনের রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত মেহেদী হাসান মঞ্জুকে দেখতে পায়।

পরিবার সূত্রে জানা গেছে, মেহেদী হাসান মঞ্জু মোবাইলের মাধ্যমে অনলাইনে জুয়া খেলতেন। জুয়া খেলার মাধ্যমে অনেক ঋণগ্রস্থ হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। এ ঘটনায় হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান,এ সংক্রান্তে তার  মেয়ের জামাই  নাহিদ ইমন বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146534