ঠাকুরগাঁওয়ে গরুর রশির সাথে পা পেঁচিয়ে আহত ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁওয়ে গরুর রশির সাথে পা পেঁচিয়ে আহত ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার মোটরাহাট এলাকায় গরুর রশির সাথে পেচিয়ে গুরুতর আহত মো: শহিদুল ইসলামের(৬৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গত সোমবার মোটরাহাট বাজারের জনৈক তসিরুল ও এনামুলের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তার ভাতিজা সদর উপজেলার ছোট বেংরোল গ্রামের মো: রশিদুল ইসলাম(৩২) ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু সংবাদ প্রদান করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন তার চাচা মো: শহিদুল ইসলাম বিকেলে বাজার করে ফিরে আসার সময় মোটরা হাটের জনৈক তসিরুল ও এনামুলের দোকানের সামনে একটি বিদেশি জাতের গাভির রশির সাথে তার পা পেচিয়ে যায়।

ফলে তিনি পাকা রাস্তার উপর পরে যান। রশি পায়ের সাথে এমনভাবে পেচিয়ে যায় যে তিনি রশি থেকে মুক্ত হতে পারছিলেন না ফলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তিনি মারা যান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146519