মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে ভাসমান অবস্থায় সাইফুল ইসলাম মুন্সী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (শুক্রবারর) সকালে জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি কাজী বাড়ির পিছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। 

সাইফুল একই উপজেলার খাসেরহাট ইউনিয়নের স্ন্যানঘাটা গ্রামের শামসুল হক মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাস জীবন শেষে ৩ বছর আগে দেশে আসেন।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর সাইফুলকে ফোন করে ডেকে নেন অজ্ঞাত এক ব্যক্তি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। 
আজ সকালে কাজী বাড়ির পিছনের পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কালকিনি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার পরিচয় নিশ্চিত করেন নিহতের পরিবারের লোকজন। এরপর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, নিহত সাইফুল গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তবে থানায় কোনো জিডি বা অভিযোগ করেনি পরিবার। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা এখনই কিছু বলা যাচ্ছে না। রিপোর্ট হাতে পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146510