রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিকদল নেতা নিহত

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিকদল নেতা নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে আবদুল মান্নান (৪০) নামে এক শ্রমিকদল নেতা নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্যম সরফভাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান সরফভাটা ইউনিয়নের জিলানী মাদ্রাসা এলাকার নাজের সওদাগরের ছেলে। তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। বাড়ি সরফভাটা হলেও তিনি স্ত্রী সন্তান নিয়ে চন্দ্রঘোনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছেন স্বজনরা।

জানা গেছে, আবদুল মান্নান রাতে ক্ষেত্রবাজার থেকে মোটরসাইকেলে করে শিলক এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদশী সূত্র জানিয়েছে, আবদুল মান্নান সৌদি আরবে থাকতো। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মান্নান দেশে এসে বালু বিক্রিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হন। তার স্ত্রী ও দুই কন্যা সন্তানের রয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, খবর পেয়ে আবদুল মান্নান নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি বাম চোখের কাছে, বাম হাতে একটা এবং পেটের ডান পাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146507