তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষ প্রতীকে তার প্রধানমন্ত্রিত্ব দেখতে চাই

তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষ প্রতীকে তার প্রধানমন্ত্রিত্ব দেখতে চাই

কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষ প্রতীকে তার প্রধানমন্ত্রিত্ব দেখতে চাই। তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে।

তিনি বলেন, পতিত স্বৈরাচার দীর্ঘ সময় ধরে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। ১৮ বছর ধরে আমাদের দলকে টুকরো টুকরো করে দিতে আপ্রাণ চেষ্টা করে গেছে। একমাত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। এত মামলা-হামলার পরেও আমরা কিন্তু দ্বিধাবিভক্ত হই নাই।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে লাকসামের আজগরা ইউনিয়নের বড়বাম ফাজিল মাদরাসা মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ধানের শীষের নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাতটি বছর জেল খেটেছেন এই ৮০-৮১ বছর বয়সে। নিশ্চিত মৃত্যু থেকে তিনি ছয়বার বেঁচে গেছেন। আগামী নির্বাচনে সেই ধানের শীষকে জয়ী করতে হবে।

লাকসাম- মনোহনগঞ্জকে নিয়ে নিজের কর্মপরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, লাকসাম নওয়াব ফয়জুন্নেসা যে কলেজ আছে, আমি জয়ী হলে সেই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। লাকসামে কোনো মহিলা কলেজ নেই, আমি জয়ী হলে এখানে একটি মহিলা কলেজ করা হবে। নবাব ফয়জুন্নেছা কলেজে বিশ্ববিদ্যালয়ের মান অলরেডি চলমান। এত বড় জায়গা আর কোথাও পাওয়া যাবে না।

লাকসাম-মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আবুল কালাম বলেন, আমি জয়ী হলে আমার এলাকায় মাদক নির্মূল করা হবে। এলাকায় কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ থাকবে না। লাকসাম-মনোহরগঞ্জে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।

আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146489