বগুড়ার গাবতলীতে বিএনপির নির্বাচনি প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ আসনে ধানের শীষের প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মোটরসাইকেল শোডাউনে নেতৃত্বে দেন উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিল্টন।
তিনি গাবতলীর নাড়ুয়ামালা, সোনারায় ইউনিয়ন হয়ে দক্ষিণপাড়া ইউনিয়নে বিএনপি’র আয়োজনে নাংলু প্রাথমিক স্কুল মাঠে নির্বাচনি প্রচারণা ও কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুহু আলম সরদারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় এতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, জুলফিকার হাদার গামা, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন ও সাহাদত হোসেন খান সাগর, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাদী লায়লা আঞ্জুমান বানু, সাধারণ সম্পাদক নাজমা আকতার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মুঞ্জুর মোরশেদ, সুরাইয়া জেরিন রনি, হারুনুর রশিদ হারুন, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন, আব্দুল গফুর টুকু, মোরশেদ আলামিন লেমন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান হান্নান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, আব্দুল হালিম, সোহেল, শিপন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পবন সরকার, পৌর মহিলা দলের সুরভী আকতার, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক তাসকিন প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146468