হামজার জোড়া গোলে লিড পেল বাংলাদেশ

হামজার জোড়া গোলে লিড পেল বাংলাদেশ

বাংলাদেশ ও নেপালের মধ্যকার প্রীতি ম্যাচে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল সফরকারী নেপাল। তবে দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটেই দুই গোল করে বাংলাদেশ ম্যাচে দারুণভাবে ফিরে আসে। সর্বশেষ খবর অনুযায়ী, বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে আছে।

 

দ্বিতীয়ার্ধ শুরুতেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে সামিত সোমকে মাঠে নামান। খেলার দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বাম প্রান্ত থেকে ফাহিমের ক্রস নেপালের এক ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হন। বলটি অধিনায়ক জামালের পায়ে গিয়ে পড়ে, তিনি চিপ করে বলটি হামজার দিকে পাঠান। হামজা দারুণ এক বাইসাইকেল কিকে বলটি জালে জড়ান, যা দেখে পুরো জাতীয় স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। বাংলাদেশের খেলায় এমন গোল সচরাচর দেখা যায় না, তাই কোচিং স্টাফ ও সতীর্থরা বিশেষভাবে উদযাপন করেন এই মুহূর্তটি।

 

গোল সমতায় ফেরার মাত্র তিন মিনিট পরই আবার লিড নেয় বাংলাদেশ। ফরোয়ার্ড রাকিবকে বক্সের ভেতর ফাউল করেন নেপালের সুমন শ্রেষ্ঠা। বল বক্স থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন রাকিব বলের পেছনে দৌড় দিচ্ছিলেন। সেই সময় সুমনের বাধায় পড়ে যান রাকিব, এবং রেফারি কাওসুন লাকমাল সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। নেপালী খেলোয়াড়দের আপত্তি সত্ত্বেও সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। স্পটকিক থেকে হামজাই গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

হামজা বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে। এরপর ৪ জুন ভুটানের বিপক্ষে ঢাকায় প্রীতি ম্যাচে করেন নিজের প্রথম গোল। ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অসাধারণ এক ফ্রি কিকে যোগ করেন দ্বিতীয় গোল। আর আজকের জোড়া গোলের সুবাদে জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা দাঁড়াল ৪, ম্যাচ সংখ্যা ৫।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146465