এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কুলসুমের ব্রোঞ্জ জয়

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কুলসুমের ব্রোঞ্জ জয়

শেষ পর্যন্ত বাংলাদেশের আশা পূরণ করলেন কুলসুম আক্তার মনি। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

আর্মি স্টেডিয়ামে আজ সেমিফাইনালে ভারতের প্রীতিকা প্রদীপের মুখোমুখি হন কুলসুম। ১৪৬-১৪৫ স্কোরে হেরে যাওয়ায় ফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের এই আর্চার।
 
 
ব্রোঞ্জের লড়াইয়ে কুলসুমের প্রতিপক্ষ হন চায়নিজ তাইপের সি ইয়ু চেন। দারুণ লড়াইয়ে শেষ সেটে গিয়ে পদক নিশ্চিত করেন কুলসুম। ১৪৫-১৪৪ স্কোরে জয় পান তিনি।
 
পদক জেতার পর কুলসুম বলেছেন,‘দিনের শেষটা খুব ভালো হয়েছে আমার। আমি কিন্তু প্রথমে ভয় পেয়ে যাই। ভেবেছিলাম হয়তো বা কিছুই পাবো না। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেছি।
 
আমি ফিনিশিং সুন্দর করেছি। এটা আর্চারি খেলা। কখন কি হয়ে যায় বলা যায় না। প্রথমে আপসেট হয়ে যাই, তখন মনে হচ্ছিল আর পারলাম না। ও (প্রতিপক্ষ আরচ্যার) যখন আট মারে তখন আমি সম্ভাবনা দেখি। আমি চাইনি সে আট মারুক। তবে পদক জিতে সত্যি অনেক খুশি। আমার লাইফে সবচেয়ে বেশি খুশি হয়েছি আজ।'
 
 
এই ইভেন্টে সোনা জেতেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম। তাঁর কাছে ১১৮-১১৬ ব্যবধানে হেরে রুপা পান প্রদীপ।
 
 
এর আগে কম্পাউন্ড মিশ্র দলীয় ইভেন্টে রুপা পেয়েছে বাংলাদেশ। সোনা জয়ের লড়াইয়ে ভারতের দীপশিখা ও অভিষেক ভার্মার কাছে ১৫৩-১৫১ ব্যবধানে হেরেছেন বাংলাদেশের বন্যা আক্তার ও হিমু বাছাড়। এ নিয়ে ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দুটি পদক পেল বাংলাদেশ।
 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146418