৫৮৭ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের

৫৮৭ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : জোড়া সেঞ্চুরি আর তির ফিফটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলাদেশ। তবে সুযোগ ছিল আরও দুই রেকর্ডের। সেসব রেকর্ডকে পায়ে ঠেলে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ।  

দলের শীর্ষ চার ব্যাটার ফিফটি করেছেন। এমন কীর্তি এই প্রথম দেখল বাংলাদেশ। সাদমান ইসলাম ৮০ রান করলেও অন্য ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭১ রানের বিশাল ইনিংস খেলেছেন। এরপর মুমিনুল হক করেছেন ৮২। নাজমুল হোসেন শান্ত করেছেন ঠিক ১০০ রান। সেঞ্চুরি করেই নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। তবে তার আগেই বাংলাদেশ রেকর্ড গড়ে ফেলেছে। নিজেদের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের ‘রেকর্ড’টা ছিল ৫৬০ রানের, ২০২০ সালে গড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ এরপর ইনিংস শেষ করেছে ৫৮৭ রানে। ফলে আরও দুই রেকর্ড গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। প্রথমটা হচ্ছে দেশের মাটিতে প্রথম ৬০০ রানের রেকর্ড। আর দ্বিতীয়টা নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার হাতছানি। দুটোর কোনোটাই হয়নি। 

এর ফলে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দুটি ইনিংসই রইল দেশের বাইরে। সব মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস ৬৩৮ রানের, সেটা এসেছিল ২০১৩ সালে গলে। এরপর ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ডিক্লেয়ার করেছিল বাংলাদেশ, পরে ম্যাচটা হেরেছিল। সিলেটে আজকের ম্যাচটা রইল তালিকার তিনে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে আইরিশদের অলআউট করেছিল ২৮৬ রানে। আর নিজেরা এরপর তুলেছে ৫৮৭ রান। যার ফলে প্রথম ইনিংসের লিডটা গিয়ে ঠেকেছে ৩০১ রান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146412