দেশের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

 দেশের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আধিপত্য দেখিয়েই চলেছে। জোড়া সেঞ্চুরি আর তিন ফিফটিতে ভর করে এবার রেকর্ডই গড়ে ফেলেছে স্বাগতিকরা। তাও আবার যেনতেন রেকর্ড নয়, সর্বোচ্চ রানের রেকর্ড।

 সেঞ্চুরি করেই নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। তবে তার আগেই বাংলাদেশ রেকর্ডটা গড়ে ফেলেছে। মিরাজ বিদায় নিয়েছেন ৫৬২ রানের মাথায়। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের ‘রেকর্ড’টা ছিল ৫৬০ রানের, ২০২০ সালে গড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে। এই সর্বোচ্চ রানের রেকর্ডের মাপকাঠিটা হচ্ছে ‘দেশের মাটিতে’। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ তিনটি ইনিংস অবশ্য এসেছে দেশের বাইরেই। সব মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস ৬৩৮ রানের, সেটা এসেছিল ২০১৩ সালে, শ্রীলঙ্কার গলে। এরপর ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ডিক্লেয়ার করেছিল বাংলাদেশ, পরে অবশ্য ম্যাচটা হেরে যায় সফরকারীরা। এরপর পাকিস্তানের বিপক্ষে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে ৫৬৫ রান তুলেছিল নাজমুল হোসেন শান্তর দল। 

এ প্রতিবেদন লিখতে লিখতে অবশ্য সিলেটে আজকের ম্যাচটা উঠে এসেছে তালিকার তিনে। ১৩৮তম ওভার শেষে টেস্টের তৃতীয় দিনের চা বিরতিতে বাংলাদেশ গিয়েছে ৭ উইকেটে ৫৭৫ রান তুলে। এখন আর সামনে আছে ওয়েলিংটন আর গলের দুটো রেকর্ড। ইনিংস শেষে স্বাগতিকরা নিশ্চয় সে দুটোও পেছনে ফেলতে চাইবে!

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146406