দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

নবাবগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে কুরছিয়া বেগম (৫৬) নামে এক মহিলা নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শালখুরিয়া ইউনিয়ের হাতিশাল (আমলাগাড়ী) গ্রামে। সে ওই গ্রামের আজিজুল হকের স্ত্রী। 

নবাবগঞ্জ থানার এসআই শাহীন মোল্লা জানান, কুরছিয়া বেগম নিজ বাড়ির উঠানের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146373