ইরাকের সংসদীয় নির্বাচনে আবারও জয় লাভ করেছে প্রধানমন্ত্রী আল-সুদানির জোট
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পার্লামেন্ট নির্বাচনে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির নেতৃত্বাধীন জোট বিজয়ী হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে আল-সুদানির রিকনস্ট্রাকশন অ্যান্ড চেঞ্জ জোট ১৩ লাখ ভোট পেয়েছে। যা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় তিন লাখ ৭০ হাজার বেশি।
মঙ্গলবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে ভোটারদের উপস্থিতি ছিল ৫৬ দশমিক ১১ শতাংশ। নির্বাচনে জয়ের পর দেয়া ভাষণে একে দেশের সকল মানুষের বিজয় হিসেবে অভিহিত করেন ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি। তিনি বলেন, এই জয় রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা পুনরুদ্ধারের প্রতিফলন।তিনি জানান, নতুন সরকার গঠনের জন্য এখন আলোচনা শুরু করা হবে। ২০২২ সালে প্রথম ক্ষমতায় আসা আল-সুদানি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেন, যিনি কয়েক দশকের অস্থিতিশীলতার পর ইরাকে স্থিতিশীলতা এনেছেন।
তবে ক্ষমতাসীন জোটের জয়ে হতাশ অনেকে। তারা এ নির্বাচনকে প্রতিষ্ঠিত দলগুলোর জন্য ইরাকের তেল সম্পদ ভাগাভাগি করার একটি মাধ্যম হিসেবে দেখছেন। বাগদাদ এবং নাজাফের মতো এলাকায় ভোটার উপস্থিতি কম ছিল। কারণ সাদ্রিস্ত আন্দোলনের জনপ্রিয় শিয়া নেতা মুক্তাদা আল-সদর তার বিপুল সংখ্যক সমর্থককে নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছিলেন। খবর আল জাজিরার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146364