বগুড়া-১ আসনে এনসিপি’র মনোনয়ন ফরম কিনলেন গোলাম রাব্বী হাসান
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) নির্বাচনী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বগুড়ার সোনাতলার গোলাম রাব্বী হাসান (ফুলবাবু)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর (আমতলী) গ্রামের সন্তান। তিনি ওই গ্রামের কেরামত আলী আকন্দের ছেলে। আজ বুধবার (১২ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বলে তার পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, কৃষি ও শিল্পে সমন্বিত অগ্রগতি, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা ও আদর্শ রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে গোলাম রাব্বী হাসান (ফুলবাবু) বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, সেবার মাধ্যম। আমি চাই বগুড়া-১ আসনের প্রতিটি মানুষ যেন উন্নয়নের সুফল পায়, যেন তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হয় এবং একটি সুশাসিত সমাজ প্রতিষ্ঠিত হয়।”
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146347