রংপুরে পুলিশি অভিযানে চার আ’লীগ নেতা গ্রেফতার
রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতা, হামলা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রংপুর মহানগর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী গোলাপ(৫০), মহানগর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান শিশির(৩২), মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডল(৩৭) এবং মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল হক মানিক(২৮)।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে নগরীর দর্শনা মোড় থেকে তাজহাট থানা পুলিশ আওয়ামী লীগ নেতা রায়হান আলী গোলাপকে ও নগরীর গুঞ্জন মোড় থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. মাহমুদুল হাসান শিশিরকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া, রাতেই মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকা থেকে হত্যা মামলার আসামি ও কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডলকে গ্রেফতার করা হয়।
ওই রাতেই মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল হক মানিককেও গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গ্রেফতারকৃতরা রাষ্ট্রবিরোধী নাশকতার পরিকল্পনা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146346