বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনে কে হচ্ছেন জাতীয় সংসদের প্রতিনিধি
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে সম্ভাব্য ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন। নির্বাচনে সম্ভাব্য এই সব প্রার্থীদের প্রচারণা জমেও উঠেছে।
প্রার্থীরা মোটরসাইকেল শোডাউনসহ বিভিন্ন ভাবে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে নিজেদের প্রার্থীতা ঘোষণা দিয়ে সকলের দোয়া চাচ্ছেন। প্রার্থীদের আনাগোনায় সরগরম হয়ে উঠছে মাঠ। এরই মাঝে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কে হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদেন এই আসনের প্রতিনিধি। বিভিন্ন হাট-বাজার, চা স্টল সহ জনবহুল এলাকায় এ নিয়ে চলছে জল্পনা কল্পনা।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সম্ভাব্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষনা করা হয়েছে। এরা হলেন, বিএনপির মনোনীত দলীয় প্রার্থী আব্দুল মহিত তালুকদার (ধানের শীষ), জামায়াতের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের (দাড়ি পাল্লা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এড. মুহাঃ ইজাজ আল ওয়াসী জ্বীম (শাপলা কলি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অধ্যাপক শাহজাহান আলী তালুকদার (হাত পাখা)।
দুপচাঁচিয়া-আদমদীঘি উপজেলা নিয়ে ঘটিত বগুড়া-৩ আসন। দেশ স্বাধীনতার পর থেকে এই আসনে বরাবর বিএনপির প্রার্থী বিজয়ী হলেও ২০০৮ সালে নির্বাচনের পর থেকে বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করায় আসনটি আওয়ামীলীগের শরিক দল জাতীয় পার্টি (এরশাদ) দখলে ছিল। এবারও বিএনপি তাদের জায়গা দখলে নেওয়ার জন্য নির্বাচনের প্রচারণায় মাঠে নেমেছে।
গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে নেতা কর্মিদেরকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করছে। অপর দিকে প্রায় ৩ মাস পূর্বে জামায়াত তাদের একক প্রার্থী গুনাহার ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরের নাম ঘোষণা করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিগত সময় জামায়াতে ইসলামি বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিলেও এবারই প্রথম তারা এককভাবে নির্বাচনী প্রচারণা করছেন।
প্রচারণায় অনেকটা এগিয়েও আছেন। নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী এড. মুহাঃ ইজাজ আল ওয়াসী জ্বীম এলাকায় পোষ্টার-ফেষ্টোনের মাধ্যমে নিজের প্রার্থীতার জানান দিয়েছেন। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান আলী তার নেতা কর্মিদের নিয়ে প্রচারণার মাঠে রয়েছেন। উপজেলার স্পর্শ কাতর বিভিন্ন এলাকায় ব্যানার, ফেষ্টোন লাগিয়ে সকলের দোয়াও চাচ্ছেন। সব মিলিয়ে দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকা নির্বাচনী প্রচারণা ধিরে ধিরে জমেই উঠছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146341