ঢাবির টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ বিস্ফোরণের শব্দে পুরো টিএসসি চত্বর কেঁপে ওঠে। এতে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে প্রথম বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর আরেকটি ককটেল বিস্ফোরিত হয় । বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, তারা টিএসসির পেছনের উদ্যানের দিক দিয়ে পালিয়েছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টিএসসির চারপাশ ঘিরে ফেলে এবং বিস্ফোরণের স্থানে তল্লাশি চালায়। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146335