বিএনপি সরকার গঠন করলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে - ড. জিয়াউদ্দিন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বিএনপি আগামিতে সরকার গঠন করতে পারলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌছে দিতে প্রতিটি ইউনিয়নে ১টির সাথে আরও ২টি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত করা হবে, যেন প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে বিএনপি বদ্ধ পরিকর। শিক্ষা, স্বাস্থ্য. বাসস্থান, কর্মসংস্থানসহ পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমে বাংলাদেশকে নতুন বাংলাদেশে রুপান্তর করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হবে। প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক জৈাষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।
আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএর) হলরুমে মহাপরিচালক ড. অলি উল্ল্যার সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আখতারুজ্জামান, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রকিউরমেন্ট, আইসিটি ও গবেষণা) উপ-সচিব মো. নাছির উদ্দিন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (মাঠ প্রশাসন) ডা. আসিফ মাহমুদ, পরামর্শক স্থপতি মনজুর কে এইচ উদ্দিন, পুষ্টি পরামর্শক মো.ফেরদৌস প্রমূখ।
রাজশাহী ও রংপুর বিভাগের বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, পাবনা, নাটোর ও গাইবান্ধা জেলা থেকে আগত প্রায় ৫৫০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এই অবহিতকরণ সভায় অংশ নেন। বক্তারা সেবার গুণগত মান নিশ্চিত করে দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে জোর দেন।
প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং সেবার মান ধরে রাখতে কর্মীদের আরও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146332