বগুড়া শহরের সাতমাথায় যানজট নিরসনে মাঠে নামে সেনা বাহিনী

বগুড়া শহরের সাতমাথায় যানজট নিরসনে মাঠে নামে সেনা বাহিনী

বগুড়া শহরের যানজট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যানজটের কবলে পড়ে নাকাল বগুড়াবাসী। এমন অবস্থায় আজ বুধবার (১২ নভেম্বর) বগুড়া শহরের সাতমাথায় যানজট নিরসনে সেনা বাহিনী মাঠে নামে। সেনা সদস্যরা শহরের সাতমাথায় নেমে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে।

এতে সাতমাথায় স্ট্যান্ড বানিয়ে দাড়িয়ে রাখা গাড়ি গুলো সরিয়ে দেয়। সেই সাথে এলামেলো ভাবে রাস্তায় রাখা প্রাইভেট গাড়িগুলোকেও সরিয়ে দেন। ফলে কিছু ক্ষনের মধ্যে যানজট কমে যায়।

সেনাবাহিনীর আজকের বুধবার (১২ নভেম্বর) এই পদক্ষেপ শহরবাসীর মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের প্রশ্ন সেনা সদস্যরা ১০ মিনিটে যা পারছে ট্রাফিক পুলিশ তা সারা দিনেও পারছে না কেন?

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146324