হৈ হৈ রই রই আওয়ামীলীগ গেলি কই— স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি প্রতিনিধি : আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে “হৈ হৈ রই রই আওয়ামীলীগ গেলি কই ” স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডাকসু নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে ডাকসু ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি ডাকসু ভবনের সামনে যায়। এ সময় অংশগ্রহণকারীরা “লীগ ধর, জেলে ভর”, হৈ হৈ রই আওয়ামীলীগ গেলি কই সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা বলেন আওয়ামী লীগের পক্ষ থেকে‘লকডাউন’ ও ‘অবরোধ’ কর্মসূচির ঘোষণা দিয়ে জনজীবন অচল করা হচ্ছে। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। তারা দেশে আবার জ্বালাও পোড়াও শুরু করেছে। এই খুনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের জায়গা এই বাংলাদেশে হবে না।
আমরা এরই প্রতিবাদে মাঠে নেমেছি। লীগ ধর, জেলে ভর—এ স্লোগান প্রতিরোধের প্রতীক।”
শেখ মুজিবুর রহমান হলের জিএস আহমেদ আল সাবাহ বলেন শেখ পরিবারের নামে হল থাকার কোনো যৌক্তিকতা নেই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146323