লাক্স সুপারস্টার ফাইনাল রাউন্ডের কন্যাদের বগুড়া সফর
স্টাফ রিপের্টার : লাক্স সুপারস্টার ফাইনাল রাউন্ডের সেরা ৪ বিজয়ী আজ বুধবার (১২ নভেম্বর) বগুড়ায় এসেছিলেন। লাক্স কন্যারা বগুড়ার জাহেদুর রহমান ডিগ্রী কলেজ, ফতেহআলী বাজার ও শহরের কলোনী বাজারে সেরা বিক্রেতা ও ভক্তদের সাথে আনন্দঘন অনুষ্ঠানে অংশ নেন। দেশের বিভিন্ন অঞ্চলে প্রচারণা ও সেরা হওয়ার ভোট প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানটি বগুড়াবাসীর জন্য ছিল এক প্রাণবন্ত বিকেলের আয়োজন।
লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরা ৫ জন প্রতিযোগী নুসরাত আফরিন ইয়ুমনা, আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, ফারিশতা সালিম ও তিস্তা নির্বাচিত হলেও এই সফরে তিস্তা যোগ দেননি। বাকি ৪ জন সেরা প্রতিযোগী রংপুরে প্রচারণা কর্মসূচি শেষ করে আজ বুধবার (১২ নভেম্বর) বগুড়া জাহেদুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষার্থীদেরসহ স্থানীয় ফতেহ আলী বাজার এবং কলোনী বাজারে আয়োজিত তিনটি ভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের সেরা হওয়ার জন্য ভোট প্রার্থনা করেন এবং লাক্স পণ্যের সেরা বিক্রেতাদের মাঝে উপহার বিতরণ করেন।
গত কয়েকদিন হলো পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয় তারা আসছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আসার খবর প্রচার হওয়ার পর থেকেই ভক্তরা অপেক্ষা করছিলেন তাদের একনজর দেখবেন সামনাসামনি। তুলবেন সেলফি। তাই দুপুর দুপুরের পর থেকেই তারকাদের একনজর দেখার জন্য ফতেহ আলী বাজার ও কলোনী বাজার এলাকায় দোকানীরা ছাড়াও ভক্ত এবং বাজার করতে আসা উৎসুক জনতা ভিড় জমিয়েছিলেন। দর্শকদের উপচে পড়া ভিড়ে শেষ বিকেলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এসময় সেরা ৪ জন প্রতিযোগী ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন এবং তাদের স্বপ্ন পূরণে সকলের সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন। দর্শকরাও অত্যন্ত ভালবাসার ও উচ্ছাসের মাধ্যমে তাদের সমর্থন জানান। ভোট প্রার্থনার পাশাপাশি, এই আয়োজনের একটি বিশেষ অংশ ছিল লাক্স পণ্যের সেরা বিক্রেতাদের সম্মাননা জানানো। প্রতিযোগীরা নিজেরাই সেরা বিক্রেতাদের হাতে আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দেন। এই উদ্যোগটি বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
উপচে পড়া ভিড়ের মধ্যে প্রিয় তারকাদের একনজর দেখার জন্য দুপুর ৩টা থেকে ফতেহআলী বাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন মো: গার্মেন্টস কাপড়ের ব্যবসায়ী আরাফাত হোসেন। তিনি বলেন, লাক্স সুপারস্টার প্রতিযোগিতাটি শুরুথেকেই দেখেছি। সেই সূত্র ধরে এই লাক্স সুন্দরীদেরও টিভিতে দেখেছি, আজ সামনাসামনি দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমরা অবশ্যই তাদের ভোট দেব।
কর্মসূচিতে প্রতিটি প্রতিযোগী ভক্তদের কাছে তুলে ধরেন যদি তাকে বিজয়ী দেখতে চান তবে তাদের নিজস্ব নামের কোড নাম্বার দিয়ে ভোট প্রার্থনা করেন। এছাড়াও প্রতিযোগীরা বগুড়ার মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে আয়োজকদের সাথে সাথে বগুড়া বাসীকে ধন্যবাদ জানান। তারা আরও বলেন এই সফরের মধ্য দিয়ে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার উন্মাদনা এবং লাক্স পণ্যের প্রচার ও বিক্রেতাদের উজ্জিবিত করতেই তাদের এই সফর।
জেলায় জেলায় এই প্রমোশনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক সূত্রে জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় সেরা নির্বাচন করার জন্য ভোট প্রার্থনা, গ্রাহকদের সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং পণ্যের প্রতি তাদের আস্থা আরও সুদৃঢ় করা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146313