সিরাজগঞ্জে ৭৮ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার (১২ নভেম্বর) রাতে র্যাব-১২ সলঙ্গা থানাধীন বগুড়া-ঢাকা মহাসড়কে পাশে একটি হোটেলে অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আকালুর ভিটা গ্রামের আবু বক্কার ছেলে জুলহাস মিয়া(৪৮) এবং একই থানার মালভাঙ্গা গ্রামের আজিতুল্লাহর ছেলে আলতাব হোসেন (৪৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায়।
সিরাজগঞ্জ সদর কোম্পানি র্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146308