জয়-মুমিনুলের ব্যাটে বাংলাদেশের দাপুটে দিন
সিলেটে দারুণ একটি দিন কাটাল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৩৩৮ রান করেছে টাইগাররা। ফলে নিজেদের প্রথম ইনিংসে ৫২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। ওপেনার মাহমুদুল হাসান জয় ১৬৯ রানে ও মুমিনুল হক ৮০ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।
বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ড মাত্র ১৪ বলে টিকতে পারে, গুটিয়ে যায় ২৮৬ রানে। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত হাসান মুরাদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। একটি উইকেট পান নাহিদ রানা।
এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৬৮ রান তুলে বাংলাদেশ। দারুণ ব্যাটিং করা ওপেনার সাদমান ইসলাম সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। আইরিশ বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রান করেন তিনি। সাদমান ফিরলেও মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনশেষে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি গড়েন মাহমুদুল।
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ও ঘরের মাঠে প্রথম শতকের দেখা পাওয়া জয় আছেন ডাবল সেঞ্চুরির পথে। ২৮৩ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১৬৯ রান করে অপরাজিত আছেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। এছাড়া অভিজ্ঞ মুমিনুল ১২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত আছেন ৮০ রানে। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির অপেক্ষায় আছেন সাবেক এই অধিনায়ক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146283