দিনাজপুরের পার্বতীপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৬

দিনাজপুরের পার্বতীপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৬

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে মডেল থানা পুলিশ গত সোমবার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ইউনিয়নের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মমিনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন সর্দার (৬২), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকরাম হোসেন (৫৫) ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হারুন অর রশিদ(৪৮), মোস্তফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম(৫৪), মন্মথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থের যোগানদাতা আহসানুল কবির বাবু(৩৮) এবং একই ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মেহফুজ মোর্শেদ বাধন(২৫)।

পার্বতীপুরে মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং গতকাল মঙ্গলবার তাদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146276