তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় জর্জিয়ায় নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক: জর্জিয়ায় তুরস্কের একটি সামরিক পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। আজারবাইজান থেকে ফেরার পথে মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সি-১৩০ হারকিউলিস মডেলের বিমানটি আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় শহর গঞ্জা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে তুরস্কের উদ্দেশে রওনা দেয়। তবে জর্জিয়ার পূর্ব সীমান্ত অতিক্রমের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি আজারবাইজান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সিঘনাঘি এলাকায় ভূপাতিত হয়। দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, বিমানটি কোনো বিপদ সংকেত না পাঠিয়েই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এক্সে (পূর্বে টুইটার) নিহত ২০ আরোহীর ছবি প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, “আমাদের বীর সহযোদ্ধারা ২০২৫ সালের ১১ নভেম্বর আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে দুর্ঘটনায় শহীদ হয়েছেন।”
যদিও দুর্ঘটনার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের ভিডিওচিত্রে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি আকাশে একাধিক চক্কর দেয়।
বিমানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি সি-১৩০ হারকিউলিস মডেলের সামরিক কার্গো বিমান ছিল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146263