ধসে পড়লো চীনের হংকি সেতু

ধসে পড়লো চীনের হংকি সেতু

আন্তর্জাতিক ডেস্ক: এবার চীন-তিব্বত সংযোগকারী মহাসড়কের একটি সেতু ধসে পড়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) চীনের দক্ষিণ পশ্চিমের সিচুয়ান প্রদেশে এ ঘটনা ঘটে।

তবে এতে কেউই হতাহত হয়নি বলে জানায় স্থানীয় প্রশাসন। এর আগে, সোমবার ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুতে ফাটল দেখা দেয় এবং ব্রিজসংলগ্ন পাহাড়ের মাটিও সরতে দেখা যায়। সাথে সাথেই বন্ধ করা হয় সকল প্রকারের যান চলাচল। পরদিন দুপুরে পাহাড়ের পরিস্থিতি আরও খারাপ হলে শুরু হয় ভূমিধস। আর এর ফলেই ব্রিজটি ধসে পড়ে বলে জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে এই সেতুর নির্মান কাজ শেষ করে চীনা প্রতিষ্ঠান সিচুয়ান রোড এন্ড ব্রিজ গ্রুপ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146261