বগুড়া শাজাহানপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে গ্রাম আদালত বিষয়ক এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি (ডিএমআইই) বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারিগণ অংশ নেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়) আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে ত্রৈ-মাসিক প্রতিবেদন প্রস্তুত পূর্বক উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণের বিষয়ে হাতে কলমে শিক্ষা লাভ করেন প্রশিক্ষণার্থীরা। কোর্স কো-অর্ডিনেটর ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রাম আদালত বিষয়ক উপজেলা সমন্বয়কারি জহিরুল ইসলাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146253