ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

মফস্বল ডেস্ক: ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ ঘরে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রতন মিয়া পেশায় গার্মেন্টকর্মী।  বুধবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ভুবনপুরা হামিলখা গ্রামে নিজ ঘরের মেঝেতে বাবার ও খাটের ওপর থেকে মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। রতন মিয়ার স্ত্রী জুলেখা আক্তারকে (২৭) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশের একাধিক দল ঘটনা অনুসন্ধানে কাজ করছে বলে জানান ওসি।

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146238