দেশে ফিরেছেন শমিত সোম

দেশে ফিরেছেন শমিত সোম

স্পোর্টস ডেস্ক: আগামী বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ের ম্যাচ খেলতে কানাডা থেকে বাংলাদেশে এসেছেন জাতীয় দলের ফুটবলার শমিত সোম।

মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে কানাডা থেকে বাংলাদেশে এসে পৌঁছেনেন শমিত সোম। গত সোমবার কাভালরি এফসির হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। সেই ফাইনালে অবশ্য শেষ মুহূর্তে গোল হজম করে রানার্সআপ হয় শমিতের দল। এর আগে, গত ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে এই মিডফিল্ডারের অভিষেক হয়। নিজের দ্বিতীয় ম্যাচেই হংকংয়ের বিপক্ষে গোলও পেয়েছেন। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146233